New Update
/anm-bengali/media/media_files/CZvNBUolGPwZPgrSwRAT.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার পুজোর অনুদান নিয়ে রাজ্য সরকারকে বিঁধল কলকাতা হাইকোর্ট।
/anm-bengali/media/media_files/BitTBNLpDZw5peHPSrBn.jpg)
"৮৫০০০ টাকায় কী হয়? ৮৫০০০ টাকায় প্যান্ডেল বা পুজোর কোনও কাজ হওয়া সম্ভব নয়। এই টাকায় খুব বেশি হলে একটা তাবু বানানো যেতে পারে। না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে। অনুদান কমপক্ষে ১০ গুণ বাড়ানো হলে পুজোর কাজে লাগতে পারে। আমি দু'বছর পুজোয় ঘুরে দেখেছি যে এই টাকায় কিছুই হয় না। পুজো কমিটিগুলোকে কম করে দশ লাখ টাকা দিন। এই মুহূর্তে অনুদানের টাকা দেওয়া হয়ে গেছে তাই আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয়", বললেন প্রধান বিচারপতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us