/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। চিহ্নিত অযোগ্যরা আবেদন করলে বাতিল হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য চিহ্নিত না হওয়া ব্যক্তিদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে। দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে, মন্তব্য বিচারপতির। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ, নির্দেশ আদালতের। "সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না", বলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। "কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। এত বড় দুর্নীতির অভিযোগ। টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। তারপরও এটা বলবেন?" প্রশ্ন বিচারপতির। তদন্ত শেষ হয়নি। কিছু প্রমাণ "হয়েছে? কারুর দোষ প্রমাণ হয়েছে? যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে তাহলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরিপ্রার্থীরাও অংশ নিতে পারবেন না", সওয়াল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। "যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর", বললেন বিচারপতি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/qak7SLBXqP6pQ4HufkYd.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us