New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: এবার ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে ধর্নায় বসতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। শর্তসাপেক্ষে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ৩০০ জনের বেশি ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। বকেয়া মহার্ঘ ভাতা সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ধর্না করতে চেয়ে হাইকোর্টে আবেদন করে। পুলিশ অনুমতি না দেওয়ায় তারা হাইকোর্টে যায়।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us