BREAKING: অযোগ্যদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট!

কমিশনের প্রকাশ করা দাগিদের তালিকায় হস্তক্ষেপ করল না আদালত।

author-image
Anusmita Bhattacharya
New Update
highcourt .

নিজস্ব সংবাদদাতা: অযোগ্যদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের ১৮০৬ দাগি তালিকা বহাল থাকল। দাগিদের যোগ্য বলে ঘোষণা করার আবেদন করা হয়। দাগি তালিকা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রায় ৩৫০ জন দাগি শিক্ষক। মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই হস্তক্ষেপ নয়, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

1654501106_ssc-scam (1)