মমতার পাড়ায় চাকরিপ্রার্থীদের মিছিল! বড় সিদ্ধান্ত নিলো হাইকোর্ট

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি কর্মীরা। এবার একই পাড়ায় মিছিল করার অনুমতি পেলেন চাকরিপ্রার্থীরা।

New Update
mamatasad

নিজস্ব সংবাদদাতা: গত ৬ মে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশেই ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাড়ায় অর্থাত্‍ হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) মহামিছিল করেন। আবার একই জায়গায় মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) জানান যে এবার হরিশ মুখার্জি রোডে (CM Mamata Banerjee Residential Area) মিছিল করতে পারবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Group D)।

মামলাকারীদের অভিযোগ ছিল, ওয়েটিং লিস্টে থাকা অনেকেই প্রাপ্য চাকরি পাননি। অযোগ্যদের চাকরি দেওয়া নিয়েও উঠেছে অভিযোগ। হাইকোর্টে মামলার পাশাপাশি, কলকাতার রাস্তায় নেমেও অবস্থান বিক্ষোভ করতে দেখা গেছে সেই চাকরিপ্রার্থীদের। আগামী ১৭ মে শহিদ মিনার (Shaheed Minar) থেকে মিছিল কর্মসূচি করার ডাক দিয়েছেন। জানা গেছে যে মিছিল হরিশ মুখার্জি রোডের ওপর দিয়ে যাবে। পুলিশ অনুমতি দেয়নি।