/anm-bengali/media/media_files/YIRVIvXPA8OW9PrzfdvR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনার পরে কেটে গিয়েছে ২৯ দিন। আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তবে এখনও পরতে পরতে লুকিয়ে আছে নানা রহস্য। সিবিআই আধিকারিকরা তদন্ত করতে গিয়ে সেইসব রহস্যের পর্দাফাঁস করার চেষ্টা করছেন।
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
সিবিআই সূত্রে জানা গিয়েছে যে, আরজি করের ৮ তলার লিফটই সেদিনের সেই ঘটনার সাক্ষী। জানা যাচ্ছে যে, সেভেন্থ ফ্লোরের এসএস ওটি রয়েছে, সেখানে অর্থোপেডিক-সহ বিভিন্ন বিভাগের ওটি হয়। বিকাল পাঁচটার পর সেই ঘর বন্ধ হয়ে যায়। তবে ঘটনার দিন কি সেই ঘর বিকাল পাঁচটার পরে খোলা হয়েছিল ? কেননা, সেই ঘরের চাবি থাকে কর্তৃপক্ষের কাছে। সেইও ঘরটি লিফটের সাথে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। এমনকি সেমিনার ঘরটিও ওই লিফট সংলগ্ন। তাই একে একে অনেকগুলি প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের।
/anm-bengali/media/media_files/5dGaumjfnbxf53ojoWcv.jpg)
তদন্তকারীদের মনে আরও প্রশ্ন জাগছে যে, সেদিন নির্যাতিতার জুতো, ল্যাপটপ, দেহের মাথায় হাত, চাদর বিন্যস্ত বিভিন্ন যে তথ্য পাওয়া গেছে সেগুলি কে বা কারা কীভাবে করেছিল ? তারা লিফট ব্যবহার করেছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেমিনার রুমই ঘটনাস্থল কিনা, সেই বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে।
/anm-bengali/media/media_files/EE7V2JtuOvtMngq3miGj.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us