ভারী বৃষ্টির জের, জলের তলায় গেল তিলোত্তমা

যানজটে স্থবির হয়ে পড়ে মহানগরের বিভিন্ন রাস্তাঘাট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water logging

File Picture

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশের পর দুপুর গড়াতেই মুষলধারে বৃষ্টিতে কার্যত ভেসে গেল কলকাতা। প্রবল বর্ষণে শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে যায়। ফলে নাজেহাল হতে হয় অফিসযাত্রীদের। যানজটে স্থবির হয়ে পড়ে মহানগরের বিভিন্ন রাস্তাঘাট। তবে অন্যদিকে, জমা জলে শিশুদের খেলতে দেখা গেল এদিন। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন করে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহভর চলবে দুর্যোগ। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন, হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে ভুটভুটি থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই মৎস্যজীবী। নিখোঁজদের নাম সীতারাম মণ্ডল (৪০) ও দেবেন জানা (৪৫)। দু’জনেই রাধাকৃষ্ণপুরের বাসিন্দা। তাদের সন্ধানে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। দুর্যোগের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে জলমগ্ন রাস্তায় চলাচলের জন্য সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।