/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কয়েকদিনের বিরতির পর ফের সক্রিয় হল বর্ষা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে একটানা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন ধরে চলবে দফায় দফায় বৃষ্টি। কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের ইঙ্গিত মিলেছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। এর জেরে জল বাড়তে পারে বেশ কিছু বন্যাকবলিত এলাকায়। কয়েকদিন আগেই খানাকুল, আরামবাগ-সহ বিভিন্ন জেলায় ভয়াবহ জলবন্দি পরিস্থিতি তৈরি হয়েছিল। আবারও সেই আশঙ্কা বাড়ছে। অন্যদিকে, উত্তরবঙ্গের তিস্তা সংলগ্ন অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে।
কোথায় কবে বৃষ্টি?
বৃহস্পতিবার – পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি
শুক্রবার – পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, জলপাইগুড়িতে
শনিবার – পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মালদহ, দক্ষিণ দিনাজপুরে
রবিবার – বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুরে হবে ভারী বৃষ্টি।
/anm-bengali/media/post_attachments/34cae460-3d7.png)
আবহাওয়া দফতর ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকেই। শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে নদী ও খালের আশপাশের এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us