তাপপ্রবাহ! স্বস্তির বৃষ্টি কবে? জানুন

গরম থেকে নিস্তার কবে ? এই প্রশ্ন আপাতত ঘুরপাক খাচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মধ্যে। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় সকলে।

author-image
Aniruddha Chakraborty
New Update
heat

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরবঙ্গ ভিজলেও এখনও পুড়ছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের  সতর্কতা রয়েছে ১৮ জুন পর্যন্ত। এদিকে, ১৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। উল্টোদিকে, আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।