রবি-সোম তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে বৃষ্টি?

রবিবার অর্থাৎ আজ ও সোমবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলোর জন্য।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নভ

নিজস্ব সংবাদদাতাঃ আজ সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও মোটের উপর মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতার আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। সঙ্গে মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার অর্থাৎ আজ ও সোমবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলোর জন্য। 

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়লে তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।