New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আশঙ্কা করা হচ্ছিল, এমনটা ঘটবে। কিন্তু এবার সত্যিই তা ঘটলো। চাকরিহারার যন্ত্রণা আর সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক চাকরিহারা ব্যক্তি। তাঁর নাম প্রবীণ কর্মকার। বয়স ৩৪ বছর।
যা জানা যাচ্ছে, প্রথম থেকেই তাঁর দুই কিডনিতেই কোনও সমস্যা ছিল। যার চিকিৎসা চলছিল। কিন্তু চাকরি হারানোর পর থেকেই প্রবল দুশ্চিন্তায় ডুবে পড়েন প্রবীণ। এদিন তাঁর মৃত্যুর খবর প্রেস বিবৃতির মাধ্যমে জানায় আন্দোলনকারীরা। চাকরিহারা আন্দোলনকারীরা জানতে চেয়েছেন, প্রবীণের এই মৃত্যুর দায়ভার কি সরকার কাঁধে তুলে নেবে?
/anm-bengali/media/media_files/rWSf1YdotY34Kqghj1dL.jpg)
আপাতত, মৃত্যুর খবর সামনে আসতেই এই মামলায় নতুন করে উত্তেজনা বাড়লো বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us