BREAKING: ট্রলিব্যাগ খুলতেই বেরিয়ে এলো গলাকাটা দেহ ! শিউরে ওঠার মতো ঘটনা কুমোরটুলিতে

ব্যাগ খুলতেই বেরিয়ে এলো গলাকাটা লাশ ! আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

author-image
Debjit Biswas
New Update
Breaking News


নিজস্ব সংবাদদাতা : আজ সকালে হাড়হিম করা ঘটনা ঘটলো আহিরীটোলার কাছে, কুমোরটুলি ঘাটে। একটি ট্রলিব্যাগ থেকে উদ্ধার করা হল একটি গলাকাটা দেহ। আজ সকালেই কুমোরটুলি ঘাটের কাছে দুই মহিলা এই ট্রলিব্যাগটি টানতে টানতে নিয়ে আসছিলেন, যা দেখে কিছুটা সন্দেহ জাগে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। এরপর তারা এই বিষয়টি উত্তর বন্দর থানায় জানান। এরপর পুলিশ এসে এই দুই মহিলাকে আটক করে। এই মহিলাদের সাথে থাকা ট্রলিব্যাগটি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের, কারণ ওই ট্রলিব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় একটি গলাকাটা মৃতদেহ। এরপরেই পুলিশ আটক করে ওই দুই মহিলাকে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, '' এই দুজন মহিলাই নিজেদের মুখ মাস্ক দিয়ে ঢেকে ছিলেন। তাদের কাছ থেকে ট্রেনের টিকিট পাওয়া গেছে। '' প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে মৃতদেহটি একজন মহিলার। এই ঘটনার পর যথেষ্টই আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।