/anm-bengali/media/media_files/2025/07/15/whatsapp-image-2025-07-15-2025-07-15-17-25-34.jpeg)
নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: টাকি রোডে বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ সকালবেলায় হাড়োয়ার তিন যুবক বসিরহাটে গিয়েছিল বাজার করতে। বাড়ি ফেরার পথে নেহালপুর এলাকায় উল্টো দিক থেকে ১০ চাকার ট্রাক এসে পড়লে বাইক ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ভক্তিপদ মন্ডল ও বিশ্বজিৎ দাস মারা যায়। ঘটনাস্থল থেকে আরও ১ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধান্যকড়িয়া গ্রামীণ হাসপাতাল ও পরে আর জি করে নিয়ে যাওয়া হয়। ৩ জনের মাথায় কোনো হেলমেট ছিল না আর গাড়ির গতিবেগ ছিল অত্যন্ত বেশি। এই কারণে এই ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে মাটিয়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ। ২ যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এত সেভ লাইফ সেফ ড্রাইভ সচেতনতার বার্তা প্রচার করা সত্ত্বেও কেন হেলমেটবিহীন গাড়ি চলছে এই নিয়ে আবার প্রশ্ন উঠল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069162.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us