বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মৃত ২, আশঙ্কাজনক ১

সাধারণ মানুষের হুঁশ ফিরছে না তা একবার এই দুর্ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেল।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-15 at 4.54.15 PM

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: টাকি রোডে বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ সকালবেলায় হাড়োয়ার তিন যুবক বসিরহাটে গিয়েছিল বাজার করতে। বাড়ি ফেরার পথে নেহালপুর এলাকায় উল্টো দিক থেকে ১০ চাকার ট্রাক এসে পড়লে বাইক ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ভক্তিপদ মন্ডল ও বিশ্বজিৎ দাস মারা যায়। ঘটনাস্থল থেকে আরও ১ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধান্যকড়িয়া গ্রামীণ হাসপাতাল ও পরে আর জি করে নিয়ে যাওয়া হয়। ৩ জনের মাথায় কোনো হেলমেট ছিল না আর গাড়ির গতিবেগ ছিল অত্যন্ত বেশি। এই কারণে এই ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে মাটিয়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ। ২ যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এত সেভ লাইফ সেফ ড্রাইভ সচেতনতার বার্তা প্রচার করা সত্ত্বেও কেন হেলমেটবিহীন গাড়ি চলছে এই নিয়ে আবার প্রশ্ন উঠল। 

Accident