ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলা। মেদিনীপুর মেডিক্যাল কলেজে সংক্রমিত স্যালাইন ব্যবহারের ফলে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। সরকারি হাসপাতালে সংক্রমিত স্যালাইন ব্যবহারের জেরে রোগীর মৃত্যু ঘটনায় হাইকোর্টের কড়া কটাক্ষের মুখে রাজ্য সরকার। একের পর এক প্রশ্নের মুখে রাজ্যের এটর্নি জেনারেল। এদিন বিচারপতি টিএস শিবজ্ঞনম প্রশ্ন করেন, রোগী মৃত্যুর পরও সংক্রমিত স্যালাইন ব্যবহারের উপর কেন নিষেধাজ্ঞা জারি করেনি স্বাস্থ্য দফতর? কেন অভিযুক্ত স্যালাইন নির্মাতা সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি নয়।
বৃহস্পতিবার স্যালাইন মামলায় নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্জের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাসপাতালগুলিতে বন্ধ করতে হবে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের ব্যবহার। যারা এই ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us