/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-23-at-155455-2025-09-23-16-35-33.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যন্ত্রের সাথে মানুষের সহবাস অনেক আগে থেকে শুরু হয়েছিল। সম্পর্কটা ঠিক কতদিনের পুরনো তা বলা যাবে না। তবে বর্তমান সমাজ-সভ্যতায় মানুষ সর্বাধিক যন্ত্রনির্ভর। যন্ত্রের সঙ্গে বন্ধুত্ব মানুষকেও অনেকটাই যান্ত্রিক করে তুলেছে। এক কথাইয় বলতে গেলে এখন আমরা যন্ত্রের হাতের পুতুল হয়ে উঠেছি।
আর এই বার্তায় সকলের সামনে তুলে ধরছে হরিদেবপুর ৪১ পল্লী। এবছর তাঁদের থিম ‘সোপাণ’। যেখানে পুতুল নাচের ইতিকথা থেকে রয়েছে বর্তমান সময়ে রোবটের ইতিকথা। যে ভাবে আগে মানুষ পুতুল নাচ দেখাতো, আজ টেকনোলজির উন্নত দুনিয়ায় সেই রোবটের হাতেই মানুষ হয়েছে পুতুল। মা দুর্গাও যেন নির্বাক চিত্তে দেখছেন সেই সব কিছু।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-23-at-155455-2025-09-23-16-33-28.jpeg)
শিল্পী গৌরাঙ্গ কুইলার হাতে এমনই এক সত্য ফুটে উঠেছে ৪১ পল্লীর পুজো মণ্ডপে। ইতিমধ্যেই দর্শকদের জন্যে খুলে গিয়েছে মণ্ডপের দরজা। দলে দলে লোক ভিড় জমাচ্ছেন সেখানে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-23-at-155130-2025-09-23-16-37-17.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us