/anm-bengali/media/media_files/Rz8soka8J3aXNtqFPf89.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ 'বিজয়া দশমী'। রীতি মেনে মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী পেরিয়ে মায়ের যাওয়ার পালা। মহাদশমী তিথি মানেই মন খারাপ। কিন্তু, নিয়মানুযায়ী ঊমাকে ফিরতেই হবে শ্বশুরবাড়ি। হাজারো মন খারাপের মাঝেও হাসিমুখে সিঁদুর খেলা ও মিষ্টিমুখে বিদায় জানাবে সবাই।
'দশমী' কথাটির অর্থ খুবই সহজ। পৌরাণিক কাহিনী বলছে যে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে ঊমা পাড়ি দেন স্বামীর গৃহ কৈলাসের দিকে। সেই কারণেই এই তিথি 'বিজয়া দশমী'। কিন্তু দশমী কেন বিজয়া? পুরাণে মহিষাসুর বধ কাহিনী অনুযায়ী, মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয় পেয়েছিলেন মা দুর্গা। নারী শক্তির এই জয়কেই 'বিজয়া' বলে দাবি করা হয়েছে। আবার, শ্রী চণ্ডীর কাহিনী বলছে যে দেবী আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণাচতুর্দশী-তে। মহিষাসুর বধ করেছিলেন শুক্লা দশমীতে। তাই দশমীতে এই বিজয়কেই চিহ্নিত করে বলা হয় 'বিজয়া দশমী'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us