/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, “’নির্যাতিতার ফাঁসি হোক’। এটা তো করেই দিয়েছেন মাননীয়া এবার কি পরিবার কেও ফাঁসি দেবেন?
/anm-bengali/media/media_files/6Nx7XLSrDCDLlAWbvUrP.jpg)
যাইহোক পরে আপনি বলেছেন ওটা ভুল করে বলে ফেলেছেন। কিন্তু কি জানেন তো? ভুল করে মনের কথাটা অনেক সময় বেরিয়ে যায়। কি এমন ঘটেছিল যার জন্য বোনটির সাথে এই রকম অত্যাচার করতে হলো? এটা শুধুমাত্র ধর্ষণ এবং খুনের মামলা হতে পারেনা। পিছনে আরো অনেক বড় কিছু আছে।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
যতবার আপনি রাস্তায় নেমেছেন ততবার কিছু না কিছু ধামাচাপা দেওয়ার জন্য নেমেছিলেন। CBI যখন সারদা এবং সারদার চোর গুলোকে ধরছিল তখন আপনি রাস্তায় ছিলেন। রাজিব কুমার কে যখন ধরতে এসেছিল তখন আপনি রাজিব কুমারের দারোয়ান হয়ে রাস্তায় ছিলেন। এবারও আপনাকে রাস্তায় দেখে মনে হচ্ছে বড় কিছু লুকানোর চেষ্টা করছেন।”
" নির্যাতিতার ফাঁসি হোক"
— Tarunjyoti Tewari (@tjt4002) August 17, 2024
এটা তো করেই দিয়েছেন মাননীয়া এবার কি পরিবার কেও ফাঁসি দেবেন?
যাইহোক পরে আপনি বলেছেন ওটা ভুল করে বলে ফেলেছেন।। কিন্তু কি জানেন তো? ভুল করে মনের কথাটা অনেক সময় বেরিয়ে যায়।। কি এমন ঘটেছিল যার জন্য বোনটির সাথে এই রকম অত্যাচার করতে হলো? এটা শুধুমাত্র… pic.twitter.com/pmkvvLeWFo
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us