/anm-bengali/media/media_files/RBjE9cgPDY5JpbIAT8TA.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গুরুদ্বার থেকে বেরোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। জোড়াসাঁকোর বর শিখ সঙ্গত গুরুদ্বারে এদিন ‘বীর বাল দিবস’ উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ এখান থেকেই তাঁর সফর সূচী শুরু হল। এদিন গুরুদ্বারের বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করে তারপর সেখান থেকে বের হন অমিত শাহ ও জেপি নাড্ডা। তারপর ওখানে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা স্থানীয় মানুষদের সাথে হাত নাড়িয়ে, কথা বলে, গাড়িতে ওঠেন তারা। মনে করা হচ্ছে, এদিন এখান থেকেই জনসংযোগও শুরু করে দিলেন শাহ।
West Bengal: Union Home Minister Amit Shah along with BJP national president JP Nadda visited and offered prayers at Gurudwara Bara Sikh Sangat in Kolkata on the occasion of #VeerBaalDiwaspic.twitter.com/mLsKyl2STC
— ANI (@ANI) December 26, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us