Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/6yrVjhuNbzcC1hyqqTcN.webp)
নিজস্ব সংবাদদাতা: বৈদিক শাস্ত্রমতে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন হয়ে থাকে যার প্রভাব সরাসরি পড়ে ১২ রাশির উপরে ৷ ২০২৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারন দেবগুরু বৃহস্পতির অবস্থানে বিশাল বদল হতে চলেছে ৷ নতুন বছরে বৃহস্পতি তিনবার চালে বদল করছেন ৷ ১৪ মে ২০২৫-এ বৃহস্পতির প্রথম চালে বদল৷
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এবার ভাল মুহূর্ত আসছে ৷ চাকরিতে প্রমোশন পাবেন ৷ পুরনো ঋণের বোঝা থেকে এবার মুক্তি পাবেন ৷ আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভাল ও আরও সুন্দর হতে চলেছে ৷
সিংহ রাশির জন্য বৃহস্পতির তিনবার বিশাল পরিবর্তন হওয়ার ফলে ভাগ্যের সঙ্গ পাবেন৷ আর্থিক পরিস্থিতি আগের তুলনায় আরও ভাল হবে৷
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us