নিজস্ব সংবাদদাতা: গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্যের সিদ্ধান্ত নিয়ে মামলা। "এখনই কোনও টাকা দেবেন না", গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা সংক্রান্ত শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। "দুপুর ২টোর সময় নিজের বক্তব্য জানাচ্ছি", বললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। "দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনও ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি। শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটা সীমিত সময়ের জন্য", বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। ফের কিছুক্ষণ পর হবে এই মামলার শুনানি।
/anm-bengali/media/media_files/2025/05/30/5XqSW6bGRoZuzFio0cQE.JPG)