গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, জেলমুক্তি হতে আর এক ধাপ বাকি

এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Partha-Chatterjees-party-office-ezgif.com-webp-to-jpg-converter (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রুপ সি মামলায় সোমবার সিবিআই আদালত তাঁকে ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। তবে তার সঙ্গে একাধিক শর্তও আরোপ করা হয়েছে।

তবে এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থর। কারণ এখনও ঝুলে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। সেই মামলায় জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে। ফলে অন্ততপক্ষে সেই রায় না আসা পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল। প্রায় সবকটিতেই তিনি জামিন পেয়েছেন। এর আগে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাঁকে জামিন দেয়। যদি প্রাথমিকের মামলাতেও তিনি জামিন পান, তবে টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলা জেলজীবনে ছেদ পড়তে পারে।

6795a3d265159-partha-chatterjee-265404542-16x9

উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই ইডি অভিযান চালায় পার্থর নাকতলার বাড়িতে। একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছিল। টালিগঞ্জ থেকে ২১.৯ কোটি টাকা এবং বেলঘরিয়া থেকে ২৭.৯ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। এরপরই গ্রেফতার করা হয় পার্থ ও অর্পিতাকে।

আইন বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে এক ব্যক্তিকে জেলে আটকে রাখা যায় না। একইসঙ্গে, দুর্নীতির প্রমাণ আদালতে পেশ করা জরুরি। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা ও তদন্তের গতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।