নিজস্ব সংবাদদাতা: দূর্গা পুজোর সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম পূর্বপুরিয়ারী প্রগতি সংঘ কুদঘাটের পুজো। প্রত্যেক বছর অভিনব সব থিম নিয়ে হাজির হন এই পুজোর উদ্যোক্তারা। এবছরে তাদের থিম 'লোভ'।
এবছর তাদের ভাবনার বিস্তারিত জানতে চাইলে এএনএম নিউজকে পুজো উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, "সাধারণভাবে লোভের আক্ষরিক অর্থ হলো ব্যক্তিগত লাভের জন্য একটি অতৃপ্ত অন্তহীন আকাঙ্খা। মানুষ তার চাহিদা ও প্রয়োজন থেকে যখন অনেক বেশী পরিমাণে যে কোনও কিছুকে কুক্ষিগত বা আত্মসাৎ করতে চায় তখন তাকে লোভ বলে। লোভী মানুষ কখনো সন্তুষ্ঠ হয় না। নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য মানুষের উপকার হবে এমন চিন্তা তাদের মনে কখনো আসে না। লোভী মানুষ সবসময় নিজে বড় অংশ লাভ করতে চায়। আমাদের বাস্তব সমাজ বর্তমানে এই লোভ আর লোভী মানুষে ছেয়ে গিয়েছে। যাদের হাতে রয়েছে প্রভূত ক্ষমতা ও শক্তি। তারা নিজেদের আকাঙ্খা, স্বার্থ, লোভ, চাহিদা পূরণ করার স্বার্থে সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষদের পরিশ্রমের বিনিময়ে রক্ত ঝড়িয়ে তাদের ক্ষমতার ইমারত তৈরী করে। এই বাস্তব চিত্রটাই আমরা আমাদের শিল্পভাবনার মাধ্যমে ফুটিয়ে < তুলবো এই বারের মণ্ডপসজ্জায়"।
এবছর এই পুজো ৭০ বছরে পা দিল। এবছর তাদের বাজেট প্রায় ৭০ লক্ষ টাকা। এবছর তাদের পুজো উদ্বোধন হবে মহালয়ার দিন। তাদের পুজোর সমগ্র পরিকল্পনায় প্রশান্ত খাটুয়া, মৃত শিল্পী- গোপাল পাল, আবহ শিল্পী- প্রতীক কর্মকার।