রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

রাজ্য সরকারি কর্মীদের বাড়ল অ্যাডহক বোনাস, কত টাকা বেশি মিলবে?কারা এই সুবিধা পাবেন?

author-image
Jaita Chowdhury
New Update
Mamata Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর। এ বার হ্যাডহক বোনাসের পরিমাণ ৬ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার ৮০০ টাকা করা হয়েছে, মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। যে সমস্ত সরকারি কর্মীদের মাসিক বেতন ৪২, ০০০ হাজার টাকার মধ্যে, তাঁরা এই বোনাস পেয়ে থাকেন। গত বছরও সরকার অ্যাডহক বোনাস বাড়িয়েছিল। তা ৫ হাজার ৩০০ থেকে বাড়িয়ে ৬ হাজার করা হয়েছিল। 

অ্যাডহক বোনাস সে সমস্ত সরকারি কর্মীরা পান যাঁদের বেতন ৪২০০০-এর কম। গ্রুপ এ-রা বোনাস পান না। পাশাপাশি গ্রুপ বি এবং সি-এর কর্মী যাঁরা দীর্ঘদিন চাকরি করছেন এবং যাঁদের বেতন বেড়ে ৪২০০০-এর বেশি তাঁরা অ্যাডহক বোনাস পাবেন না। মুসলিম কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে এই টাকা পাবেন। এ ছাড়াও পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন।

Mamata Banerjee