/anm-bengali/media/media_files/9EkrLeuyXEUkyU4ivbiB.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : কুণাল ঘোষের নিশানায় সি ভি আনন্দ বোস। রাজ্যপালের সঙ্গে সংঘাত যেন থামছেই না। আরো একবার বালেশ্বরের দুর্ঘটনায় কথা উল্লেখ করে গুরুতর অভিযোগ আনলেন তৃণমূলের মুখপাত্র। অভিযোগ রাজ্যপালেরই বিরুদ্ধে।
ট্যুইটারে একটি ছবি পোস্ট করে কুণাল দাবি করেছেন,হঠাৎ কয়েকজনকে ডেকে চেক দিচ্ছে রাজভবন। বালেশ্বরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন যাননি বোস? সেই প্রশ্নও ফের তুলেছেন কুণাল। তিনি ট্যুইট বার্তায় এও উল্লেখ করেন যে রাজ্য সরকার আগেই ক্ষতিপূরণ ও সহায়তা দিয়েছে। রাজ্যপাল যে টাকা দিচ্ছেন সেটাও রাজ্যের। বাছাই করে পরিবার ডাকার মানে কী?
আবার রাজনীতি রাজ্যপালের।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 17, 2023
প্রশ্ন ছিল, বালেশ্বর রেলকান্ডে যাননি কেন? @MamataOfficial একাধিকবার যান।
পরে এখন, হঠাৎ কয়েকজনকে ডেকে চেক দিচ্ছে রাজভবন।
1) রাজ্য সরকার আগেই ক্ষতিপূরণ ও সহায়তা দিয়েছে। 2) রাজ্যপাল যে টাকা দিচ্ছেন সেটাও রাজ্যের। 3) বাছাই করে পরিবার ডাকার মানে কী? pic.twitter.com/XpReDXMoS1
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us