বাংলার ভোটার হতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস, করলেন আবেদন

কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 3.20.55 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কথায়, "এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবী বোস। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই"। বৃহস্পতিবার SIR- এর শেষ দিন। রাজ্যের ভোটার হতে চেয়ে লোকভবনে বিএলও এবং সুপার ভাইজারদের কাছে আবেদনপত্র জমা দিলেন সিভি আনন্দ বোস।

WhatsApp Image 2025-12-11 at 3.20.55 PM (1)