/anm-bengali/media/media_files/S5wGXakc4su7fUC8jWdp.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে রাজভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার জ্বলন্ত সমস্যা নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক করার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে জনসাধারণের অভিযোগের তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য রাজ্যপাল উল্লেখ করেছেন। সূত্রে খবর, প্রয়োজনে CP-কে সরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছেন রাজ্যপাল।
West Bengal Governor CV Ananda Bose instructs CM Mamata Banerjee to conduct an emergency cabinet meeting to discuss burning issues in Bengal. Governor refers public complaints against Kolkata Police Commissioner for the immediate decision of Govt: Rajbhawan Kolkata
— ANI (@ANI) September 8, 2024
প্রসঙ্গত, তিলোত্তমার জন্য বিচার চেয়ে দিকে দিকে মিছিল চলছে। আজ রবিবারও মহিলারা পথে নেমেছেন। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আজ সন্ধ্যা থেকেই মিছিলে-গানে-স্লোগানে মুখর বিভিন্ন পথ। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তিলোত্তমার বাড়ি থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মানববন্ধন চলছে। প্রায় ১৪ কিলোমিটার পথজুড়ে এই মানববন্ধন। এই দীর্ঘ পথ হাতে হাত রেখে দাঁড়িয়ে সহনাগরিকরা। তিলোত্তমার বাড়ির মোড় থেকে এই মানববন্ধন শুরু হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই হাতে হাত রেখে দাঁড়িয়ে রাস্তায়। রয়েছেন বহু প্রবীণ নাগরিক। এই মানববন্ধনে শামিল এক মহিলার কথায়, "জুনিয়র ডাক্তাররা এই মানববন্ধনের ডাক দিয়েছেন। আমরা সাধারণ মানুষ দল মত ধর্ম নির্বিশেষে আজ রাস্তায় আছি। ডাক্তারদের পাশে দাঁড়িয়েছি। এখানে আজ যারা, প্রত্যেকে কেউ না কেউ তিলোত্তমার হয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us