উপাচার্যদের ফের চিঠি দিলেন রাজ্যপাল

বিশ্ববিদ্যালয়গুলোর কাছে সাপ্তাহিক রিপোর্ট চেয়েও পাননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার তাই আবারও মনে করালেন, সেই আদেশের কথা।

author-image
Aniruddha Chakraborty
New Update
জম্ভনব

নিজস্ব সংবাদদাতাঃ শুরুর দিকে সরকারের সঙ্গে সম্পর্ক নৈকট্য নিয়ে চর্চা হলেও, ইতিমধ্যে বেড়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। আচার্য বিল নিয়ে দ্বন্দ্ব মেটেনি এখনও। বিশ্ববিদ্যালয়গুলোর কাছে সাপ্তাহিক রিপোর্ট চেয়েও পাননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার তাই আবারও মনে করালেন, সেই আদেশের কথা। তিনি আচার্য, তাই তিনি নিজেই রিপোর্ট নেবেন সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে। গত এপ্রিল মাসেই সেই চিঠি পাঠিয়েছিলেন উপাচার্যদের। তবে কারও কাছ থেকে উত্তর পাননি। এবার ফের সেই একই চিঠি গেল রাজভবন থেকে।