New Update
/anm-bengali/media/media_files/2024/11/25/w5kl6gntruN6s0OHuiqS.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করেই এক ঝটকায় কাজ হারিয়েছেন এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা । কে যোগ্য আর কে অযোগ্য, এটা সঠিকভাবে প্রমাণিত না হওয়ার কারণেই একসাথে চাকরি হারান এতজন শিক্ষক-শিক্ষিকা ।
/anm-bengali/media/media_files/2025/02/14/ckEdQqjBcxemAQyuJaSD.jpg)
আর এবার এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলেন রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস। সূত্র মতে পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে এই তদন্ত শুরু হলে, এই মামলাকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us