BREAKING : নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলেন রাজ্যপাল

নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট।

author-image
Debjit Biswas
New Update
Partha

নিজস্ব সংবাদদাতা :  সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করেই এক ঝটকায় কাজ হারিয়েছেন এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা । কে যোগ্য আর কে অযোগ্য, এটা সঠিকভাবে প্রমাণিত না হওয়ার কারণেই একসাথে চাকরি হারান এতজন শিক্ষক-শিক্ষিকা ।

6795a3d265159-partha-chatterjee-265404542-16x9
ফাইল চিত্র

আর এবার এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলেন রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস। সূত্র মতে পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে এই তদন্ত শুরু হলে, এই মামলাকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।