জরুরি বৈঠক, আজ রাজভবনে তলব যাদবপুর কর্তৃপক্ষকে!

যাদবপুরে হোস্টেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় সৌরভ, দীপশেখর ও মনোতোষ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
cv KU .jpg

নিজস্ব সংবাদদাতাঃপ্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর থেকেই উত্তাল যাদবপুর ক্য়াম্পাস। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। উঠেছে ব়্যাগিংয়ের অভিযোগ। এদিকে বর্তমানে উপাচার্যহীন অবস্থায় পড়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনার পরেই রাজ্যের এই ১ নম্বর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে উঠে গিয়েছে একগুচ্ছ প্রশ্ন। ঘটনায় আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কাঠগড়ায় তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জরুরি কোর্ট মিটিং ডাকলেন আচার্য বোস। সূত্রে খবর, বুধবার অর্থাৎ আজ বিকাল ৫টায় রাজভবনে এই মিটিং ডাকা হয়েছে।  

 বৈঠকে চেয়ারম্য়ান হিসাবে থাকছেন রাজ্যপাল তথা আচার্য নিজে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিন, প্রত্যেক বিভাগের প্রধান ও সহ-উপাচার্যের যাওয়ার কথা রয়েছে বলে খবর। বর্তমানে ক্যাম্পাসের অচলাবস্থা নিয়ে উদ্বিগ্ন খোদ রাজ্যপালও।