'থেমে থাকব না...এ লড়াই আমি লড়ব', ভাইরাল রাজ্যপালের অডিও বার্তা

রাজভবনের কর্মীদের উদ্দেশে বড় বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

New Update
cv anandd wb.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ তাঁর বিরুদ্ধে আরও বড় রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে বলে অডিও বার্তায় রাজভবনের কর্মীদের সর্তক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের কর্মীদের উদ্দেশে অর্ডিও বার্তায় রাজ্যপাল বোস দাবি করেছেন, এটা স্রেফ নির্বাচনী কৌশল। ভোটের মুখে তাঁকে অপদস্থ করতেই এই অভিযোগ আনা হয়েছে।

অডিও বার্তায় রাজ্যপালের আরও অভিযোগ, "গোপন সূত্রে জানতে পেরেছি, আমাকে অপদস্থ করতে রাজনৈতিক কারণে রাজভবনে আরও একজনকে ঢোকানো হয়েছে।" 

নজিরবিহীনভাবে বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। হেয়ারস্ট্রিট থানায় বোসের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন ওই মহিলা কর্মী। যা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। পাল্টা বিবৃতিতে বৃহস্পতিবার রাতেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজ্যপাল বোস।

এবার রাজভবনের কর্মীদের উদ্দেশে অর্ডিও বার্তা দিলেন রাজ্যপাল। বার্তার শেষে কর্মীদের উদ্দেশে ভাঙা বাংলায় রাজ্যপালকে বলতে শোনা যায়, "এ লড়াই, আমি লড়ব"। অডিও বার্তায় বোসের আরও দাবি, "এটা প্রত্যাশিতই ছিল। তবে এভাবে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই থামানো যাবে না।"

Add 1

রাজভবনের দাবি, রাজ্যপাল যেহেতু রাজ্যের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তাই পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।