Sujay Krishna Bhadra Arrested: কী বললেন গোপাল দলপতি?

তদন্তে অসহযোগিতার অভিযোগে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
হকজগবভ

নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে গোপাল দলপতি প্রথম কালীঘাটের কাকুর কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ চাকরি বিক্রির টাকা পাঠাতেন কালীঘাটের কাকুকে। তারপর জানা যায় সুজয় কৃষ্ণ ভদ্র হলেন কালীঘাটের কাকু। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ সুজয় কৃষ্ণকে গ্রেফতার করে ইডি।

কালীঘাটের কাকুর গ্রেফতারির পর গোপাল দলপতি বলেন, "কাকু বলেছিলেন তিনি কোনও দোষ করেননি। এখন যদি তদন্তকারীরা কোনও সূত্র খুঁজে পান তাহলে উনি যে কোনও দোষ করেননি সেটা তো ওনাকেই প্রমাণ করতে হবে। শুধু মুখে বললে তো হবে না। কিন্তু, কুন্তল তো আগে বারবার বলত আমি কালীঘাটে যাব। কাকুর কাছে যাব। তদন্তকারী সংস্থাকে কুন্তল কী বলেছে, তা তো তদন্তকারী অফিসাররা জানেন।"