New Update
/anm-bengali/media/media_files/B544JeWQTji5ubjKYiFy.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: শাহিনবাগের পর এবার 'গোলি মারো' স্লোগান 'যাদবপুর বাঁচাও' মিছিলে। আজ দুপুরে এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যাদবপুরকাণ্ডে Ragging- এর প্রতিবাদে গোলপার্ক থেকে মিছিল বের করে। ২০২০ সালে অনুরাগ ঠাকুরের মুখে শোনা গিয়েছিল এই বিতর্কিত স্লোগান। শাহিনবাগে সিএএ- এর বিরুদ্ধে আন্দোলনকারীদের গুলি করার নিদান দেন তিনি। তাঁর কন্ঠে শোনা গিয়েছিল 'দেশ কে গদ্দারো কো, গোলি মারো সালো কো'।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us