বৈশাখের আগেই সোনার দামে পতন, দেখে নিন রেট চার্ট

নববর্ষের আগেই কি ৬০ হাজারে নামবে সোনার দাম?

author-image
Jaita Chowdhury
New Update
Gold

নিজস্ব সংবাদদাতা: ক্রমশই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম (Gold Price)।  সাধ্য মতো সোনার গহনা কিনতে বা উপহার দিতে চাইলেই বাজার আগুন। বর্তমানে সোনার দাম খানিক কমেছে। আজকের বাজারে হলুদ ধাতুর বাজার দর কত?

gold

২২ ক্যারেট সোনার দাম
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম-  ৮ হাজার ৩০৯ টাকা। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৩ হাজার ৯০ টাকা। এদিন ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারাট সোনার দাম
আজ ২৪ ক্যারাট সোনার দামও কমেছে। গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯০ হাজার ৬৫০ টাকা। এক্ষেত্রেও, একদিনে দাম কমেছে ১০০ টাকা।