New Update
/anm-bengali/media/media_files/sQ20nKLiWT5Ai8vQjWOX.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: জুন মাসজুড়েই ক্রমাগত কমেছে সোনা আর রুপোর দাম। মাসের শেষেও সেই ধারা বজায় রয়েছে। শুক্রবার একবারে ৪৩০০ টাকা কমে গেল দাম। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হল ৫৯০২০০ টাকা। আবার ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪০০০ টাকা কমে হল ৫৪১০০০ টাকা। নিম্নমুখী রুপোর দামও। গতকাল ১০০০ টাকা কমেছিল ১ কেজি রুপোর দাম। আজ ৫০০ টাকা কমে রুপোর দাম হল ৭১৫০০ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us