গীতাপাঠের অনুষ্ঠানকে বাতিল করেছিলেন রবিবারই, আজ দিলেন ব্যাখ্যা

তিনি সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamata

File Picture

নিজস্ব সংবাদদাতা: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সাধু-সন্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি যোগ দেননি।

সোমবার কোচবিহারে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, রাজনৈতিক যোগ থাকার কারণেই তিনি অনুষ্ঠানে যাননি। তাঁর কথায়, “আমি কীভাবে বিজেপির অনুষ্ঠানে যাব? যদি এটা নিরপেক্ষ কোনও ধর্মীয় অনুষ্ঠান হত, তাহলে অবশ্যই যেতাম। আমার একটা আদর্শ আছে”।

বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “যারা নেতাজিকে ঘৃণা করে, যারা গান্ধীজিকে মানে না, আমি তাদের সঙ্গে নেই। আমার বাবা-মা আমাকে এই শিক্ষা দেননি, আমার বাংলা আমাকে এই শিক্ষা দেয়নি”। তবে একইসঙ্গে তিনি জানান, তিনি সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল।

Mamata

অন্যদিকে, ব্রিগেডের গীতাপাঠের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, হিন্দু ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না। একইসঙ্গে হুমায়ুন কবীরের বাবরি মসজিদ সংক্রান্ত বিষয় নিয়েও তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেন এবং বাংলা একজোট হওয়ার বার্তা দেন। রাজনৈতিক-ধর্মীয় এই কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে।