New Update
/anm-bengali/media/media_files/vL9I7Xha1pJejfkVgLVu.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (Samajik Suraksha Yojana)। দুয়ারে সরকারের (Duare Sarkar) শিবিরে হিড়িক পড়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য। এই প্রকল্পে সুবিধাভোগীরা প্রতি বছর হাসপাতালে ভর্তি বা বহিরাগত চিকিৎসার জন্য ২০ হাজার টাকা পাবেন। কর্মসংস্থানে কাজ হারানোর পর প্রথম ৫ দিনের জন্য ১ হাজার টাকা করে এবং পরে প্রতিদিন ১০০ টাকা করে পাবেন। তবে এই টাকার পরিমাণ ১০ হাজারের বেশি হবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us