/anm-bengali/media/media_files/RWazOPQaO8oUsXjiEkc0.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আমরা সবাই হাসতে ভুলে যাচ্ছি। কাজের চাপে হাসলে যে মন ও শরীর ভালো থাকে সেটাও ভুলে যাচ্ছি। তাই এই প্রয়াস।
১. একটা চোখ ফুলিয়ে স্কুল থেকে বাড়ি ফিরল ছেলে। মা আঁতকে উঠে জিজ্ঞেস করলেন, এ কী! কী হয়েছে?
ছেলে: ভোলার সঙ্গে মারামারি করেছি।
মা: ছিঃ মারামারি করতে নেই। কাল স্কুলে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে আর ভোলার সঙ্গে বন্ধুত্ব করবে।
পরদিন ছেলে মিষ্টি নিয়ে স্কুলে গেল। কিন্তু ফিরল অন্য চোখটা ফুলিয়ে।
মা বললেন, আজ আবার কী হয়েছে?
ছেলে: ভোলা আরও মিষ্টি চেয়েছে।
২. এক মহিলা মুরগির দোকানে গিয়েছেন।
দোকানে একটাই মুরগি আছে।
মহিলা: ওই মুরগির দাম কত?
দোকানদার: ২৭০ টাকা।
মহিলা: আর একটা মুরগি দেখাও।
দোকানদার ওই মুরগিটাই ভিতরে নিয়ে গিয়ে আবার এনে বলল, ২৮০ টাকা।
মহিলা: আমাকে দু'টি মুরগিই দাও।
৩. শিক্ষক: মরুভূমির একটা প্রাণীর নাম বলো।
প্রথম ছাত্র: উট।
শিক্ষক: ঠিক আছে। আর একজন মরুভূমির আর একটি প্রানীর নাম বলো।
দ্বিতীয় ছাত্র: আর একটি উট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us