New Update
/anm-bengali/media/media_files/p73IkHAxzZ3pNhjviKMj.webp)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: রাজ্যবাসীর জন্য সুখবর। এবার বাংলা সহায়তা কেন্দ্রে (Bangla Sahayata Kendra) ফ্রি আধার পরিষেবা (Aadhaar Card) পাবেন। জানা গিয়েছে, রাজ্যের প্রায় এক হাজার কেন্দ্র থেকে সুবিধা দেওয়া হবে সাধারণ মানুষকে। পাইলট প্রজেক্ট হিসেবে ওই সংখ্যক কেন্দ্রে এই পরিষেবা চালু হবে। বিভিন্ন দফতরের অনলাইন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্রের 'তথ্যমিত্র কেন্দ্রে'র ধাঁচেই রাজ্যে (West Bengal) বিভিন্ন জেলায় বাংলা সহায়তা কেন্দ্র চালু হয়েছে বেশ কয়েক বছর হলো। বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে যেহেতু বিনামূল্যে পরিষেবা পাওয়া যায়, তাই আধার পরিষেবাও এখান থেকে বিনামূল্যে পাওয়া যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us