New Update
/anm-bengali/media/media_files/5nJz2Xpv72bXXo2hGhv8.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার দুপুর ১২টায় এসএসসির (SSC) বর্তমান চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। বৃহস্পতিবার এসএসসি দফতরের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে আসেন তিনি। সেখান থেকেই তিনি যান এসএসসি ভবনে।
/anm-bengali/media/media_files/6CbcCA9fq2T98m9nfmJt.jpg)
যদিও বুধবার কয়েকটি কারণে এসএসসির বর্তমান চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি প্রাক্তন চেয়ারম্যান। এসএসসি অফিসের বাইরে থেকেই বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ফোন করেন প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। সেখানেই ঠিক হয়, আগামিকাল দুপুর ১২টা নাগাদ দু'জনে বৈঠকে বসবেন ৷
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us