/anm-bengali/media/media_files/2025/08/16/img_20250610_192913_1749564095033-2025-08-16-15-44-53.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মুক্তির পর পেরিয়ে গিয়েছে প্রায় পাঁচ দিন। গত ৫ই সেপ্টেম্বর সারা দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। কিন্তু এখনও পর্যন্ত বাংলার কোনও প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়নি। বিজেপির দাবি, এর নেপথ্যে রয়েছে শাসকদলের ‘অলিখিত নিষেধাজ্ঞা’।
তবে জানা গিয়েছে, আগামী ১৩ই সেপ্টেম্বর (শনিবার) কলকাতায় প্রথমবার প্রদর্শিত হতে চলেছে এই ছবি। ‘খোলা হাওয়া’ নামের একটি এনজিও-র উদ্যোগে প্রদর্শনী হবে এই সিনেমা। দেখানো হবে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে। বিকেল ৪টা থেকে শুরু হবে শো। শুধুমাত্র আমন্ত্রণপত্রপ্রাপ্ত ব্যক্তিরাই উপস্থিত থাকতে পারবেন। এই প্রদর্শনীতে যোগ দেবেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও অভিনেত্রী পল্লবী যোশী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/11/2675849-20250818128f-43af1473-bba1-435f-8c48-425f67266b1c-2025-09-11-18-37-44.webp)
শাসক তৃণমূলের পক্ষ থেকে অবশ্য কটাক্ষ করা হয়েছে। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, “গোটা ভারতের ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে তো মুক্তি পেয়েছে, কিন্তু মানুষ দেখছে না। পরিচালক কান্নাকাটি করছেন। কয়েকদিন আগেই পরিচালক বলেছিলেন অরিন্দম চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই! পরে আবার সংশোধন করে বলেন অরিন্দম ঠাকুর। ভাগ্যিস অনুরাগ ঠাকুরকে কবিগুরুর ছেলে বলেননি”।
অন্যদিকে বিজেপির অভিযোগ, এই প্রদর্শনীও হয়তো বাতিল করে দেওয়া হতে পারে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “প্রদর্শনের ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু পুলিশ আদৌ অনুমতি দেবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। এই রাজ্যে না আইন আছে, না কানুন”।
বাংলায় ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে রাজনৈতিক টানাপোড়েন ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us