New Update
/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন প্রতিমা নিরঞ্জন চলছে ঘাটে ঘাটে ঠিক তখনই চলল গুলি। সোদপুরের রাসমণি মোড়ে গুলিবিদ্ধ হন এক যুবক। সঙ্গে সঙ্গে ওই এলাকায় ছড়িয়ে পড়ল আতঙ্ক। জানা গেছে যে শুভজিৎ ঠাকুর ওরফে বাচ্চার ডানপায়ে গুলি লেগেছে। সন্ধ্যা নাগাদ রাসমণি নন্দনকানন এলাকায় শুভজিৎ হেঁটে যাওয়ার সময় তিন দুষ্কৃতী এসে আচমকাই গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ পেয়ে ছুটে যায় সেখানে এলাকাবাসী। দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খড়দহ থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us