কেন সাসপেন্ড হলেন হুমায়ূন? কি দাবি ফিরহাদের

দল কেন এই সিদ্ধান্ত নিল তা এল সামনে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-04 at 1.59.24 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হলেন বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল ভবন থেকে তাঁর বহিস্কারের কথা ঘোষণা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুনের করা নানা মন্তব্যকেন কেন্দ্র করে নানা মহলে বিতর্ক চলছিল। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি একাধিকবার হুমায়ুনকে সতর্কও করে। তারপরেও বাবরি মসজিদের ক্ষেত্রে অনড় ছিলেন ভরতপুরের এই তৃণমূল বিধায়ক। তাই তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন যে বহিস্কার করা হল হুমায়ুন কবিরকে। ফিরহাদ হাকিম আরো বলেন যে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তাতে দলের গাইডলাইন আদর্শ থেকে অনেকটা দূরে সরে গিয়ে ব্যক্তিগত মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের দায় দল নিচ্ছে না। 

Screenshot 2025-12-04 132602