New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: একুশের মঞ্চে ফিরহাদ হাকিমের মুখে সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলন। তিনি বললেন, "আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি। শহীদের রক্তে আজ বাংলা সিপিএম মুক্ত। বিজেপি আসার পর থেকেই বাঙালি বিদ্বেষ। বাংলা বললেই বাংলাদেশী বলে দাগিয়ে দিচ্ছে। বাংলা যদি ভারতের স্বাধীনতা আনতে পারে, নরেন্দ্র মোদী সরকার আপনাকে পার্লামেন্ট থেকে তুলে ফেলে দেওয়ার ক্ষমতাও এই বাংলার আছে। বাংলার অপমানের বিরুদ্ধে নিশ্চিতভাবে লড়াই করতে হবে। আমরা সবাই একসাথে থাকব, বাংলার মাটি আমাদের শিখিয়েছে হিন্দু-মুসলিম-শিখ-ইসাই আমরা সবাই ভাই ভাই"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/C31NL5jpEqnnQ4im8N8y.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us