SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/3RWwzHhRQEWmT8hakdPn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জামাই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছে কংগ্রেসে। তবে এই নিয়ে মোটেই মাথা ঘামাতে চাইলেন না ইয়াসির হায়দারের শ্বশুর তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আজ শনিবার সাংবাদিক বৈঠক করে জামাইকে ‘পরজীবী’ তকমা দেন। সেইসঙ্গে মেয়র জানান, ‘আমার তো মনে হয় কংগ্রেস পার্টিটা এবার উঠেই যাবে। এই আত্মীয় স্বজন নিয়ে কারবার করে তাঁরা আসলে দল করে না। পরজীবী হয়ে বাঁচা যায় নাকি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us