'পরজীবী', জামাই কংগ্রেসে যেতেই আসরে মন্ত্রী

তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েই বড় মন্তব্য করেন ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 'রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। আমি সবসময় গান্ধী পরিবারের প্রতি অনুরাগ অনুভব করতাম।'

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
porojii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জামাই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছে কংগ্রেসে। তবে এই নিয়ে মোটেই মাথা ঘামাতে চাইলেন না ইয়াসির হায়দারের শ্বশুর তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আজ শনিবার সাংবাদিক বৈঠক করে জামাইকে ‘পরজীবী’ তকমা দেন। সেইসঙ্গে মেয়র জানান, ‘আমার তো মনে হয় কংগ্রেস পার্টিটা এবার উঠেই যাবে। এই আত্মীয় স্বজন নিয়ে কারবার করে তাঁরা আসলে দল করে না। পরজীবী হয়ে বাঁচা যায় নাকি।