একজনও বৈধ ভোটারের নাম কেটে দেবেন না — ফিরহাদ হাকিমের কড়া প্রতিরোধের ঘোষণা

সকল–দলীয় বৈঠকে বেঙ্গালের সুনির্দিষ্ট অবস্থান জানিয়েছে তৃণমূল — এসআইআরের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ, সিএএ ও এনআরসি প্রয়োগের পরিকল্পনার তীব্র নিন্দা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-28 10.37.59 PM

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম সকল–দলীয় বৈঠকে অংশ নিয়ে স্পষ্ট করে জানিয়েছেন, “আমরা আমার দলকে পক্ষ থেকে এটা পরিষ্কার করে জানিয়েছি যে, যদি এক জনও বৈধ ভোটারের নাম মুছে ফেলা হয়, আমরা এসআইআরকে প্রতিবাদ করব। আমরা বাংলা থেকে এক জনও বৈধ মানুষের নাম মুছতে দেব না।”

তিনি আরো বলেন, কেন্দ্রীয় কিছু উদ্যোগ—যেমন সিএএ—নিয়ে তৃণমূল প্রশাসনের অবস্থান শক্ত বলে তুলে ধরেন এবং বলেন, এগুলোকে তারা প্রত্যাখ্যান করবে। হাকিমের ভাষ্য— “যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, বিজেপি এখানে এনআরসি কার্যকর করার ক্ষমতা পাবে না।”