নিজস্ব পার্কিং-এ অন্যের গাড়ি, রেগে জ্বালিয়ে দিলেন সব গাড়ি!

আগুন নিভলেও, গাড়িগুলির কঙ্কাল সার অবস্থা।

New Update
car_fire_1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দোষ একটাই অন্যের পার্কিং-এ গাড়ি রাখা। ফলস্বরূপ ভস্মীভূত একাধিক গাড়ি! আর গাড়িতে আগুন লাগার কারণ শুনলে আরও অবাক হবেন। যার পার্কিং-এ গাড়ি রেখেছিলেন অন্যেরা, সেই তিনিই রাতের অন্ধকারে লাগিয়ে দেন আগুন।

গভীর রাতে একতা ওলেন্ডার বিল্ডিংয়ে এই ভাবেই আগুন লাগে। রাত ২টো নাগাদ ৫৬ নম্বর ওয়ার্ডের রাধানাথ চৌধুরী রোডের বিবি বাগানের একতা ওলেন্ডার অ্যাপার্টমেন্টে আগুন লাগার কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ঘর ছেড়ে বেড়িয়ে আসেন অনেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়িও সেখানে পৌঁছায়। এন্টালি থানার পুলিশও পৌঁছেছিল। তবে রক্ষা করা যায়নি কিছুই। আগুন নিভলেও, গাড়িগুলির কঙ্কাল সার অবস্থা।

কীভাবে আগুন লাগল, তার কারণ খুঁজতে সিসিটিভি ফুটেজ ঘাঁটা হলেই, আসল কারণ জানা যায়। দেখা যায়, ব্যক্তিগত পার্কিং-এর মালিক অন্যদের গাড়ি পার্কিং-এ দেখতেই বেজায় চটে যান। মাঝরাতে সেই তিনিই পরপর গাড়িতে আগুন লাগিয়ে দেন। সকালে সেই সিসিটিভি ফুটেজ দেখে, পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে।

একতা ওলেন্ডার অ্যাপার্টমেন্টের বাসিন্দা মোহাম্মদ শামীম জানান, ভবনের পার্কিং লটে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি গাড়ি ও প্রায় দশটি বাইক সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।

স্ব

স

স