New Update
/anm-bengali/media/media_files/WLr5ZmVbGdXYvjBlvkSz.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনা। ফের একবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বন্ডেল গেটে। বন্ডেল গেটের ওষুধ কারখানায় ভয়ঙ্কর আগুন লাগার ঘটনা ঘটেছে। দে’জ মেডিক্যালের ওষুধের কারখানায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আতঙ্কে রাস্তায় বেড়িয়ে এসেছেন কর্মীরা। ঘটনাস্থলে ইতিমধ্যেই হাজির হয়েছে সাত-সাতটি দমকলের ইঞ্জিন।
যা জানা যাচ্ছে, প্রচুর রাসায়নিক মজুত থাকায় আগুনের তীব্রতা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এখনও দমকল বাহিনী আগুনের উৎসস্থলে পৌঁছতেই পারেনি। বন্ডেল গেটের সামনের রাস্তারও অবস্থা খারাপ। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ধোঁয়ার ঝাঁঝ এতোটাই তীব্র যে, চোখ-মুখ জ্বালা করছে পথচলতি মানুষদের। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে গোটা এলাকায়।
/anm-bengali/media/post_attachments/286bd5be-b0b.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us