New Update
/anm-bengali/media/media_files/jjIPTFtDQNEHNoQJy0SW.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃতিলজলার একটি বন্ধ গোডাউনে ভয়াবহ আগুন লাগল সোমবার। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বন্ধ গোডাউনে মূলত কাঠের সামগ্রী ও রবারের কিছু সামগ্রী মজুত ছিল বলে জানা গিয়েছে। বন্ধ গোডাউনের পাঁচিল ভেঙে আহত হন দমকলের দুই কর্মী। একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us