পুজোর মুখে ফের বিপদ, ছাদ দখল করা বহুতলে লাগলো আগুন

আশেপাশে রয়েছে একাধিক আবাসিক বাড়িও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Fire

File Picture

নিজস্ব সংবাদদাতা: উৎসবের মুখে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশের একটি বহুতলে হঠাৎই আগুন লাগে। বহুতলটিতে হোটেল, ক্যাফে, অফিস এবং নীচতলায় একটি ব্যাঙ্কের কার্যালয় থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আশেপাশে রয়েছে একাধিক আবাসিক বাড়িও। ফলে সকাল থেকেই বিশৃঙ্খলা ও যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে।

সকালেই বহুতলের উপরের তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রধানত চেষ্টা চলছে আগুন যাতে নীচের তলায় নেমে না আসে। বহুতলের ছাদের উপর একটি অস্থায়ী এক্সটেনশন তৈরি করা হয়েছিল, যেখানে কোনও ঢালাইও নেই। ওই অংশ নির্মাণে পুরসভার অনুমোদন আদৌ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Fire

কয়েকদিন আগেই মেছোবাজারের একটি বহুতলে আগুন লেগেছিল। সেখানেও বিনা অনুমোদনে তৈরি এক্সটেনশনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এবারও সেই একই ছবি সামনে আসায় নজর কাড়ছে।

পুজোর ঠিক আগে শহরের ব্যস্ত এলাকায় এমন অগ্নিকাণ্ড স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে আতঙ্ক। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।