/anm-bengali/media/media_files/2025/09/25/550176269_1311923877613218_5919766027253987108_n-2025-09-25-21-23-10.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজোর আমেজে মেতে উঠেছে শহর। একের পর এক মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে, ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকে। এরই মধ্যে অঘটন ঘটল দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো চেতলা অগ্রণীতে।
বৃহস্পতিবার দুপুরে আচমকাই আগুন লাগে চেতলা অগ্রণীর মণ্ডপে। তবে সৌভাগ্যবশত আগুন ছড়িয়ে পড়েনি। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্যান্ডেলের উপর পড়ে থাকা একটি বৈদ্যুতিক তার থেকেই শর্ট সার্কিট ঘটে, আর তাতেই আগুন লাগে।
আগুন নিভলেও পুরো মণ্ডপে শর্ট সার্কিট হয়ে যাওয়ায় আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তৃতীয়ার দিনেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধ থাকায় হতাশ হয়েছেন বহু মানুষ। ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, “দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আজ প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। কবে থেকে মণ্ডপ খোলা হবে, তা পরে জানানো হবে"।
শহরের অন্যতম আকর্ষণীয় এই পুজো মেয়র ফিরহাদ হাকিমের ক্লাব হিসেবে পরিচিত। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এই পুজোর। তৃতীয়ার দিনই সেই প্যান্ডেলে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us